Home / DATA ENTRY & PTC / স্বল্পবসনের ফিটনেস মডেল ঝড় তুলতে যাচ্ছে মরুশহরে!

স্বল্পবসনের ফিটনেস মডেল ঝড় তুলতে যাচ্ছে মরুশহরে!

একইসঙ্গে তিনি পেশাদার গল্‌ফার এবং জনপ্রিয় ফিটনেস মডেল। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে তাঁর স্বল্পবসনের আকর্ষণীয় ছবি নিয়ে উত্তেজিত ভক্তকূল। ফ্লরিডার ২৩ বছরের সুন্দরী চেলসি পেজ্জোলা এবার ঝড় তুলতে আসছেন মরুশহরে।

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে দুবাই লেডিজ মাস্টার্স গল্‌ফ টুর্নামেন্টে। প্রথমবার সেই টুর্নামেন্টে চেলসির খেলার খবর ঘোষিত হওয়ার পর সমর্থকদের পাশাপাশি আয়োজক কমিটির সদস্যরাও উত্তেজিত। কমিটির চিফ এগজিকিউটিভ অফিসার মহম্মদ জুমা বুয়ামাইম বলেছেন, ‘‘চেলসির মতো সুন্দরীকে সুযোগ দিয়ে আমরা মহিলাদের কাছে এই বার্তা দিতে চাই যে, প্রথাগত ধারণা ভেঙে বেরিয়ে এসে নিজস্ব যোগ্যতা প্রমাণ করুন।’’
১৯৯২ সালে জন্ম চেলসির। ছোটবেলা থেকেই স্বাস্থ্য এবং সৌন্দর্যসচেতন। ২০১৪ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে স্নাতক হন। পরে ফিটনেস মডেল হিসাবে কাজ করে সাড়া ফেলে দেন ভক্তদের মধ্যে। যা নিয়ে চেলসির মন্তব্য, ‘‘আমি যে সুন্দরী এবং আমার শরীর যে আকর্ষণীয়, তা খুব ভালই জানি। সেটা সকলের সামনে তুলে ধরতে আমি কখনও দ্বিধাবোধ করিনি।’’

Loading...

এখনও পর্যন্ত ১৮টি পেশাদার গল্‌ফ টুর্নামেন্টে অংশ নেওয়া চেলসির এই খেলার প্রতি ঝুঁকে পড়ার পিছনেও রয়েছে এক অদ্ভুত কাহিনি। তিনি বলেছেন, ‘‘আমার তখন ১৪ বছর বয়স। পিসির সঙ্গে গল্‌ফ কোর্সে ঘুরতে গিয়ে কৌতূহলবশত একটা শট নিয়েছিলাম। বল ফেন্স টপকে বাইরে চলে যায়। মনে হল আমিও গল্‌ফ খেলতে পারি।’’
দুবাইয়ের কোর্সেও কি তেমন কোনও চমক থাকছে ভক্তদের জন্য? চেলসির মন্তব্য, ‘‘দুবাই শহরটা সুন্দর। ভক্তদের মনে ঝড় তোলাই আমার লক্ষ্য থাকবে।’’

Check Also

নাটোরে মাথাবিহীন একচোখা বাছুরের জন্ম

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামে মাথাবিহীন এক চোখ বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published.